নিউজ ডেস্ক: গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদেরকে ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। চ্যানেল ২৪, ঢাকা পোস্ট
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত- ভবনে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রিপোর্ট: নাহিদ হাসান
এনএইচ