শিরোনাম
◈ শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন যাঁরা, তাঁরা তাঁর অতীত ভুলে যাচ্ছেন—শফিকুল আলম ◈ বিশ্বব্যাংকে সালিশি মামলা করেছেন এস আলম, আবেদনে যা আছে ◈ পা‌কিস্তান ও বাংলাদেশের পর আরও এক নতুন দেশ জন্ম নিচ্ছে ভারতের পাশে ◈ নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত: আওয়ামী লীগের ভবিষ্যৎ ‘পরিবারনির্ভর নয়’ বললেন শেখ হাসিনা ◈ ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ইবতেদায়ী শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ◈ সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস নিয়ে সুখবর ◈ নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ◈ ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ তাহের  (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:১১ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েলের ডিপোতে আগুন, ৫ শ্রমিক দগ্ধ

পদ্মা ওয়েলের ডিপুতে আগুন

মোস্তাফিজুর রহমান: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল এর ডিপোতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, নিভাতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। দগ্ধ শ্রমিকরা  হচ্ছেন, গোলাপ (২৯), ফজল মিয়া(৬০), শফিউদ্দিন(৬৫), মোজাম্মেল (৫৯) ও নাজমুল (২৯)।

পরে তাদেরকে বেলা সোয়া এগারোটার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ আনা হয়।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাওন জানান, সকাল সাড়ে নয় টার দিকে তৈল লোড আনলোড করার কাজ করছিলেন সে সময় শর্ট সার্কিট থেকে সেখানে আগুন ধরে যায় আগুন নিভাতে গিয়ে এরা দগ্ধ হয়। অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, দগ্ধদের শরীরের গোলাপ ৩ শতাংশ, ফজল মিয়া ৬ শতাংশ শফিউদ্দিন ৩ শতাংশ মোজাম্মেল (৫৯) ১৪ শতাংশ ও নাজমুল৩ শতাংশ পুড়ে গেছে।

এদের মধ্যে মোজাম্মেলকে ভর্তি দেওয়া হয়েছে ও বাকি চারজনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন দগ্ধের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন তবে কেউ গুরতর নয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়