শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:১১ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েলের ডিপোতে আগুন, ৫ শ্রমিক দগ্ধ

পদ্মা ওয়েলের ডিপুতে আগুন

মোস্তাফিজুর রহমান: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল এর ডিপোতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, নিভাতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। দগ্ধ শ্রমিকরা  হচ্ছেন, গোলাপ (২৯), ফজল মিয়া(৬০), শফিউদ্দিন(৬৫), মোজাম্মেল (৫৯) ও নাজমুল (২৯)।

পরে তাদেরকে বেলা সোয়া এগারোটার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ আনা হয়।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাওন জানান, সকাল সাড়ে নয় টার দিকে তৈল লোড আনলোড করার কাজ করছিলেন সে সময় শর্ট সার্কিট থেকে সেখানে আগুন ধরে যায় আগুন নিভাতে গিয়ে এরা দগ্ধ হয়। অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, দগ্ধদের শরীরের গোলাপ ৩ শতাংশ, ফজল মিয়া ৬ শতাংশ শফিউদ্দিন ৩ শতাংশ মোজাম্মেল (৫৯) ১৪ শতাংশ ও নাজমুল৩ শতাংশ পুড়ে গেছে।

এদের মধ্যে মোজাম্মেলকে ভর্তি দেওয়া হয়েছে ও বাকি চারজনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন দগ্ধের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন তবে কেউ গুরতর নয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়