শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় গাড়ির ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান নামে এক উপজেলা আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় তার ছেলে মমেত হাসান গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। 

উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার দুপুর পৌণে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

৫০ বছরের খলিলুর রহমান বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ব্যাংক কর্মকর্তা। হতাহতরা সদরের উলিপুর পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুর হাসান। 

তিনি জানান, সাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন মারা যান। আর তার ছেলে মমেতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। 

শেরপুর হাইওয়ে ক্যাম্পের এসআই কাজী রজিবুল ইসলাম বলেন, খলিল ও তার ছেলে পালসার মোটরসাইকেলে ছিলেন। বড় কোনো গাড়ির ধাক্কায় বাবা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা সঠিকভাবে বলতে পারছে না সেটি বাস নাকি ট্রাক ছিল। আমরা মরদেহ শজিমেকের মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আর পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

খলিলের দলীয় পরিচয় নিশ্চিত করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ। তিনি বলেন, মোবাইলে ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়