শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায়  বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া:  কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের সুরসুরি গোলাবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। 
নিহত  মুনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সে ঘটনাস্থলের পাশ্ববর্তী নফরকান্দি গ্রামের শওকত আলীর ছেলে। নিহতের বড় চাচা আবেদ আলী জানান, মুনিরুল দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলো।
 
গত ২০ দিন পূর্বে সে দেশে ফিরে সুরসুরি গোলাবাড়িয়া বাজারে একটি গোডাউন সহ বাড়ি নির্মানের কাজ শুরু করে।নির্মানাধীন বাড়ির ওয়ালে পানি দেয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
 
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস জানান-আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে সুরসুরি বাজারে তার নিজ নির্মানাধীন গোডাউনে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনিরুল মৃত্যুবরন করেছে।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম টগর জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়দা তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আল আমিন  
  • সর্বশেষ
  • জনপ্রিয়