শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে অটোরিকশাকে বাসের চাপা, পা হারালেন তরুণী

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সরাইলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

[৩] বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] আহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

[৫] আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মীরপুরের লাল মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২১), তার শাশুড়ী আরজুদা বানু (৬৫), ভাসুর জজ মিয়া (৪২) রহিজ মিয়া (৩৫), সরাইলের কুট্রাপাড়ার মোতাহার মিয়ার স্ত্রী আসেদা বেগম (৩০) ও সিএনজি চালক সামিউল হক (২০)। এরমধ্যে মাহমুদা বেগমের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৬] আহতদের মধ্যে জজ মিয়া জানান, আমার মা আরজুদা বানু অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চান্দরা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে জেলা সদরে যাচ্ছিলাম। সাথে আমার মা ছাড়াও ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা ও ছোট ভাই রহিজ ছিল। পথিমধ্যে আরও এক নারী যাত্রী উঠেন। সিএনজিটি কুট্রাপাড়া এলাকায় আসলে সিলেটগামী সাগরিকা পরিবহনের যাত্রী বাস চাপা দেয়। এতে সবাই আহত হলে ৪ জনকে জেলা সদর হাসপাতালে এবং বাকিদের সরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৭] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়