শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩০ মে, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৪, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

আবু হাসাদ, পুঠিয়া: [২] রাজশাহীর পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া এলাকায় ৪ বছর বয়সী এক শিশু মোটর চালিত ভ্যান গাড়ির ধাক্কায় নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ই মে) সকাল সাড়ে ৮টার দিকে নকুলবাড়িয়া এলাকার বগুড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] নিহত ওই শিশুর নাম জামিলা খাতুন (৪)। সে উপজেলার নকুলবাড়িয়া এলাকার বগুড়া পাড়া গ্রামের দিনমজুর জুয়েল রানার বড় মেয়ে। 

[৫] স্থানীয়রা জানায়, সকালে জামিলা তার মায়ের সাথে বাড়ির পাশের রাস্তার ধারেই খেলা করছিল। রাস্তার অপর পাশ থেকে আরেকটি শিশু জামিলাকে ডাক দিলে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় মটরযান চালিত একটি ভ্যান গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে জামিলার মৃত্যু হয়। এর আগে ভ্যানচালক ভ্যান গাড়ি নিয়ে পালিয়ে যায়।

[৬] এ বিষয়ে নিহত জামিলা খাতুনের মা বর্ষা খাতুন তিনি বলেন, আমার মেয়ের কাছ থেকে আমি প্রায় দশ হাত দূরে দাঁড়িয়ে ছিলাম। এরই মাঝে জামিলা রাস্তার এপাশ থেকে ওপাশে পার হবার সময় আমার মেয়েকে একটি ভ্যান গাড়ি এসে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারপর তাকে মেডিকেলে নিলে ডাক্তাররা বলে আমার মেয়ে মারা গেছে।

[৭] এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়