মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] ফতুল্লায় রাস্তা পারাপারের সময় রাশেদা বেগম নামে এক গৃহবধূ অজ্ঞাত ট্রাক চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার কাশিপুর সম্রাট সিনেমা হলের সামনে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এঘটনা ঘটে।
[৩] নিহত রাশেদা বেগম (৪৮) ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার মুন্সিবাড়ির মহিউদ্দিন মুন্সির স্ত্রী।
[৪] ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত জানান, রাস্তাপারাপারের সময় অজ্ঞাত ট্রাক গৃহবধূকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।
[৫] মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :