শিরোনাম

প্রকাশিত : ০৩ মে, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৪, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

হাসিব খান, গাজীপুর: [২] জয়দেবপুরে তেল ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

[৩] দুর্ঘটনার পর গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কমিটি গঠনের কথা জানান।

[৪] তিনি বলেন, এ দুর্ঘটনায় কারো অবহেলা বা গাফিলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে।

[৫] স্থানীয়রা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অনেকটা খালি অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘঠনাস্থলে পৌঁছেছেন। সেই সঙ্গে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়