শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০১:২৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] জেলার কালীগঞ্জের বারবাজার ফুলবাড়ি নামক স্থানে সড়কে ট্রাকের ধাক্কায় আসলাম হোসেন লিটন (৪৫) নামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর (নাপিত) নিহত হয়েছেন।

[৩] সোমবার(২২ এপ্রিল) রাত ২টার দিকে কালীগঞ্জের সুন্দরপুর স্টেশন এলাকার অদুরে প্রকাশ ট্রেনে কাটা পড়ে নিহত হন। রাতে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা তিনি পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।

[৪] খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) রেল পুলিশ তার ছিন্নভিন্ন কাটা মরদেহ উদ্ধার করে।

[৫] নিহত প্রকাশ হলেন, কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের মামা বাড়ি থেকে তালেশ্বর বাজারে নরসুন্দর(সেলুনের) কাজ করতেন। স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করতে পারেন।

[৬] এব্যপারে মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।

[৭] এদিকে, সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

[৮] নিহত মোটরসাইকেল চালক রাতে ভাড়ায় যাত্রী বহন করতে। তার মৃত্যুতে দুলাল মুন্দিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

[৯] বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এদিন ভোররাতে তিনি দুর্ঘটনার শিকার হন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়