শিরোনাম
◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ খরচ কত?

বাড়িতে এখন প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকে রাউটার। অনেকে আবার রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। তাতে একটি প্রশ্ন থেকে যায়, সারারাত রাউটার চালু রেখে কোনো ডিভাইস না চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

বাড়িতে নানান ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করেন। মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত। তাই কোন ডিভাইসে কতটুকু বিদ্যুৎ খরচ হয় জানা থাকলে ব্যবহারে পরিবর্তন আনতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।

একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে। সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।

ধরুন আপনার বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা চলবে মাসে। বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা=৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট=৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।

অনেক কম খরচের ফলে রাতে বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুতের বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না আপনার। তবে বিশেষজ্ঞদের মতে ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়