শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ১০:১৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করল গুগল

প্রীতিলতা: [২] কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়, কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। সূত্র: দ্য ভাজ
 
[৩] সমস্যা সমাধানে গত বছর থেকে এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের সময় লেবেল যুক্ত করা বাধ্যতামূলক করেছে গুগল। তবে এত দিন নিজেদের তৈরি বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করতে বেশ জটিলতার মুখোমুখি হতেন বিজ্ঞাপন নির্মাতারা। এ সমস্যা সমাধানে এবার রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করেছে গুগল।
 
[৪] গুগলের তথ্যমতে, রাজনৈতিক বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে কোনো কনটেন্ট বা আধেয় তৈরি করা হলে এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কোনো বিকল্প দৃশ্য দেখানো হলে বিজ্ঞাপনদাতাকে অবশ্যই এআই লেবেল যুক্ত করতে হবে। নতুন এ হালনাগাদের ফলে এআই দিয়ে তৈরি আধেয় পোস্ট করার সময় বিজ্ঞাপনদাতারা ‘অলটারড অর সিনথেটিক কনটেন্ট’ চেক বক্স নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করে দেবে গুগল। ইউটিউবে বিজ্ঞাপনগুলো চালু হলেও লেবেলটি দেখা যাবে।

[৫] প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আসন্ন মার্কিন নির্বাচন ঘিরে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে গুগল। 

পিএল/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়