শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৩:১৫ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানিতে টইটুম্বর বুডিগঙ্গা নদীতে চলছে না লঞ্চ-জাহাজ

ভিন্ন এক রূপে ধরা দিয়েছে চিরচেনা বুড়িগঙ্গা নদী। দুদিনের ছুটিতে প্রাণচাঞ্চল্য হারিয়ে বুড়িগঙ্গা পাড়ে এখন শুধুই শূন্যতা। নেই যাত্রীদের পদচারণা, কোনো হাঁকডাক। আগের থেকে অনেকটা টলমলে পানিতে গোসলে নেমেছেন বিভিন্ন বয়সের মানুষ। দেখা দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। সূত্র : সময়টিভি

ঢাকার বুকে প্রাণচাঞ্চল্যে বয়ে চলা বুড়িগঙ্গা যেন এখন এক নীরবে বয়ে চলা নির্জন নদী। এখন আর নেই আগের সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য। চারদিকে কেবল শূন্যতা।

নদী পাড়ে স্বাভাবিক সময়ে সারি সারি বাঁধা থাকত লঞ্চ। হাঁকডাক, মানুষের ছুটে চলা। কোথায় যেন হারিয়ে গেল সেই চাঞ্চল্য; পথ-প্রান্তর যেন স্তব্ধ। নদীকেন্দ্রিক মানুষের জীবন এখন অনেকটাই থমকে আছে।

এই বুড়িগঙ্গার বুকে কত কত ইতিহাস। বয়ে গেছে, রয়ে গেছে। দিন কয়েকের অনাকাঙ্খিত বিরতিতে অন্যরূপে নগরবাসীর কাছে ধরা দিয়েছে এই নদী।  

সারা বছর দখল আর দূষণের কবলে পড়ে থাকা বুড়িগঙ্গা যেন এখন হাসছে। তার বুকে নেই কোনো হাহাকার। নীরবধি ছুটে চলা তার কলকল ধ্বনিতে। নদীর পানির স্বচ্ছতা যেন জানান দিচ্ছে আগামীর সুন্দর বার্তার।

দীর্ঘ সময় পর টলমলে এমন পানি পেয়ে আনন্দে আত্মহারা শিশু-কিশোররা। গা ভাসিয়ে শহুরে জীবনের পঙ্কিলতাকেই যেন দূর করছে তারা। কর্মবিরতির এই সময় নদীর ধারে ভাবলেশহীন সময় কাটাচ্ছেন বয়োবৃদ্ধরাও।
 
ফাঁকা নদীতে ট্রলার চলতে দেখা গেছে তরতরিয়ে। তবে এর মধ্যেও দুই-একটি সবজিবাহী ট্রলার চলছে মানুষের সেবায়।
 
বুড়িগঙ্গাকে কেন্দ্র করে জীবনজীবিকা যেন কিছুটা থমকে আছে। অবশ্য তাতে দূষিত বুড়িগঙ্গায় কিছুটা নির্মল পরিবেশ পাচ্ছে নগরবাসী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়