শিরোনাম
◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় গ্যালারিতে দর্শকের মৃত্যু, পরিত্যক্ত হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে ও গ্যালারিতে নানা ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকে দর্শকরা। তবে এবার নতুন খারাপ ঘটনার সাক্ষী হলেন স্প্যানিশ দর্শকরা। লা লিগার ম্যাচে গ্যালারিতে দর্শকের মৃত্যুর ঘটনার ঘটেছে।

রোববার লা লিগায় ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমেছিল গ্রানাদা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ চলাকালে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। পরে সেখানেই মারা যান তিনি। যে কারণে বাতিল করা হয় ম্যাচটি।

জানা গেছে, ম্যাচের ১৮তম মিনিটে গ্যালারি থেকে জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন আহ্বান ভেসে আসছিল। বিষয়টি ক্লাব কর্মকর্তাদের জানান বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন। এরপরই ম্যাচটি থামিয়ে দেন রেফারি। সূত্র; মার্কা

তবে ম্যাচ বন্ধ হওয়ার পরপরও প্রায় ২০ মিনিট মাঠেই ছিলেন দুই দলের ফুটবলাররা। এরপরে ড্রেসিংরুমে ফেরেন তারা। এরপরই ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করা হয়।
এ ঘটনায় লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন দর্শকের মৃত্যুর কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি পরে আবার কখন হবে, তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে এক বিবৃতিতে গ্রানাদা জানিয়েছে, যে সমর্থক মারা গেছেন, ক্লাবটির সিজন টিকিটধারী ছিলেন তিনি। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়