শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় গ্যালারিতে দর্শকের মৃত্যু, পরিত্যক্ত হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে ও গ্যালারিতে নানা ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকে দর্শকরা। তবে এবার নতুন খারাপ ঘটনার সাক্ষী হলেন স্প্যানিশ দর্শকরা। লা লিগার ম্যাচে গ্যালারিতে দর্শকের মৃত্যুর ঘটনার ঘটেছে।

রোববার লা লিগায় ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমেছিল গ্রানাদা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ চলাকালে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। পরে সেখানেই মারা যান তিনি। যে কারণে বাতিল করা হয় ম্যাচটি।

জানা গেছে, ম্যাচের ১৮তম মিনিটে গ্যালারি থেকে জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন আহ্বান ভেসে আসছিল। বিষয়টি ক্লাব কর্মকর্তাদের জানান বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন। এরপরই ম্যাচটি থামিয়ে দেন রেফারি। সূত্র; মার্কা

তবে ম্যাচ বন্ধ হওয়ার পরপরও প্রায় ২০ মিনিট মাঠেই ছিলেন দুই দলের ফুটবলাররা। এরপরে ড্রেসিংরুমে ফেরেন তারা। এরপরই ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করা হয়।
এ ঘটনায় লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন দর্শকের মৃত্যুর কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি পরে আবার কখন হবে, তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে এক বিবৃতিতে গ্রানাদা জানিয়েছে, যে সমর্থক মারা গেছেন, ক্লাবটির সিজন টিকিটধারী ছিলেন তিনি। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়