শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় গ্যালারিতে দর্শকের মৃত্যু, পরিত্যক্ত হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে ও গ্যালারিতে নানা ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকে দর্শকরা। তবে এবার নতুন খারাপ ঘটনার সাক্ষী হলেন স্প্যানিশ দর্শকরা। লা লিগার ম্যাচে গ্যালারিতে দর্শকের মৃত্যুর ঘটনার ঘটেছে।

রোববার লা লিগায় ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমেছিল গ্রানাদা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ চলাকালে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। পরে সেখানেই মারা যান তিনি। যে কারণে বাতিল করা হয় ম্যাচটি।

জানা গেছে, ম্যাচের ১৮তম মিনিটে গ্যালারি থেকে জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন আহ্বান ভেসে আসছিল। বিষয়টি ক্লাব কর্মকর্তাদের জানান বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন। এরপরই ম্যাচটি থামিয়ে দেন রেফারি। সূত্র; মার্কা

তবে ম্যাচ বন্ধ হওয়ার পরপরও প্রায় ২০ মিনিট মাঠেই ছিলেন দুই দলের ফুটবলাররা। এরপরে ড্রেসিংরুমে ফেরেন তারা। এরপরই ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করা হয়।
এ ঘটনায় লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন দর্শকের মৃত্যুর কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি পরে আবার কখন হবে, তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে এক বিবৃতিতে গ্রানাদা জানিয়েছে, যে সমর্থক মারা গেছেন, ক্লাবটির সিজন টিকিটধারী ছিলেন তিনি। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়