শিরোনাম
◈ বসুন্ধরায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ঘটনায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তি ◈ বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা  ◈ লাফার্জ হোলসিমের মাটি সংগ্রহে ফসলি জমি ও জলাশয় ধ্বংস: পরিবেশ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা ◈ বাংলাদেশ ঋণের ‘২৬০ কোটি টাকা’ ফেরত দেয়নি, দাবি করল পাকিস্তান ◈ মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ◈ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ বিএনপিকে দুর্বল দেখাতে অপপ্রচারের চেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার: টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের চাঞ্চল্যকর তথ্য ◈ তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের বিস্ফোরক জবানবন্দি ◈ ট্রাম্প-মোদীর ‘বন্ধুত্ব’ নষ্টের নেপথ্যে গরুর দুধ?: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:২০ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচের মেয়াদ বাড়লো, বেড়েছে বেতনও

স্পোর্টস ডেস্ক: স্পেন থেকে ঢাকায় এসে ১১ মাসের জন্য জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন হ্যাভিয়ের কাবরেরা। ২০২২ সালের সেই সময়ে মাঠের পরিসংখ্যান কথা না বললেও কাবরেরা বাংলাদেশ দলকে গুছিয়ে আনতে পেরেছিলেন। সুবাদে আরো এক বছর জামাল-জিকোদের দায়িত্ব তুলে দেওয়া হয় এই স্প্যানিয়ার্ডের হাতে। ২০২৩ সালে এসে আশাজাগানিয়া পারফরম্যান্স করে বাংলাদেশ।

এবার এই কাবরেরার সঙ্গে আরো এক বছরের চুক্তি বৃদ্ধি করেছে বাফুফে। সঙ্গে বেড়েছে বেতনও। আগে মাসিক ৮ হাজার ডলার  বেতন পেলেও এখন ঠিক কত পাবেন তা জানায়নি বাফুফে। তবে বাফুফের বিশ্বস্ত সূত্র বলেছে, প্রায় ১৪ হাজার ডলার মাসিক বেতন নেবেন কাবরেরা। 

চুক্তি বৃদ্ধির পর কাবরেরা বলেছেন, কাজের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার। বর্তমানে ছুটি কাটাতে স্পেনে আছেন কাবরেরা। সেখান থেকে ক্ষুদে বার্তায় তিনি বলেছেন, আরো এক বছর এই দলের সঙ্গে থাকতে পারবো ভেবে ভালো লাগছে। এ বছর আমরা ইতিবাচক ফুটবল খেলেছি।

যদিও শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক দল হয়ে ওঠা। ছেলেরা খুব চেষ্টা করেছে। কখনো পেরেছে, আবার কখনো পারেনি। পরের বছর আমাদের লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখা। হ্যাভিয়ের কাবরেরার অধীনে বদলে যাওয়া বাংলাদেশ দলকে দেখা গেছে।

২০২২ সালের জানুয়ারিতে জামালদের দায়িত্ব নেন কাবরেরা। প্রথম বছর তার অধীনে ৮ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতলেও তার সঙ্গে চুক্তি বাড়ায় বাফুফে। তবে দ্বিতীয় মেয়াদেই দলের চেহারা বদলে ফেলেন কাবরেরা। সাফে সেমিফাইনালে খেলার পর বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে। যেখানে শক্তিশালী লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কাবরেরার অধীনে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ৬টি, হার ৯ এবং ড্র করেছে ৬ টিতে। তথ্যসূত্র, কালেরকণ্ঠ

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়