শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জুন, ২০২৩, ১০:০০ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৩, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের দলের  হেড কোচ ডেভ হোয়াটমোর 

কোচ ডেভ হোয়াটমোর 

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্স দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন ডেভ হোয়াটমোর। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেলদের কোচিং করাবেন এই অস্ট্রেলিয়ান কোচ। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টির অফিসিয়াল ফেসবুক পেজ।

কোচ হিসেবে বেশ অভিজ্ঞ ৬৭ বছর বয়সী হোয়াটমোর। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে হোয়াটমোরের। ২০১০ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে যোগ দেন তিনি। পরের বছরও দলটির কোচ ছিলেন হোয়াটমোর।

হোয়াটমোরের মন্ট্রিয়েল টাইগার্স দলটিতে আইকন ক্রিকেটার হিসেবে আছেন সাকিব। দলটির আরেক আইকন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাসেল। একদিন আগেই ড্রাফট থেকে মন্ট্রিয়েল দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস লিনকে।

দলটিতে আরও আছেন রফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মুহাম্মদ ওয়াসিমের মতো ক্রিকেটার। এদিকে গ্লোবাল টি-টোয়েন্টিয়ে সাকিবের সঙ্গে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও। আসন্ন মৌসুমে তাকে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

লিটনের দলে বিশ্বের তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটার।

সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। করোনাভাইরাসের কারণে মাঝে তিন বছর টুর্নামেন্টটি আয়োজন করতে পারেনি তারা। আগামী ২০ জুলাই থেকে ৬ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসর।

মন্ট্রিয়েল টাইগার্স দল: সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মুহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মুহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আরি, কলিম সানা, শ্রীমানথা রত্নে, ম্যাথু স্পুর্স, বুপেন্দ্র সিং, দিলপ্রিত সিং এবং অনুপ চিমা। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়