শিরোনাম
◈ সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ    ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

সাঈদুর রহমান: শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে চমক দেখিয়েছিলো আফগানিস্তান। তবে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি রশিদ-নবীরা। পরের ম্যাচে সফরকারীদের হারিয়ে সিরিজ সমতায় আনেন লঙ্কানরা। শেষ ম্যাচে আফগানদের ব্যাটে বলে বিধ্বস্ত করে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে লঙ্কানরা। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১৬ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাটে নেমে ৩৪ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন দুষ্মন্ত চামিরা।

স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন দুই লঙ্কান ব্যাটার প্রাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নে। ৩৪ বলে ৫১ রানের মারকুটে ইনিংসের পর সাঁজ ঘরে ফেরেন নিশানকা। তবে অপর প্রান্তে থিতু হন করুনারত্নে। কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে থাকেন এই ব্যাটার। মেন্ডিসের ১৭ বলে ১১ রান ও করুনারত্নের অপরাজিত ৪৫ বলে ৫৬ রানে ভর করে ৩৪ ওভার হাতে রেখে ৯ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লঙ্কানরা।

টস জিতে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৪৮ রানে ৪ উইকেট হারায় রশিদ খানরা। ব্যর্থ হয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (৮), রহমত শাহ (৭), শাহেদি (৪) ও ওপেনার ইব্রাহিম জাদরান (২২)। এই ধাক্কা সামলে উঠতে পারেনি আফগানরা। মোহাম্মদ নবী (২৩) ও গুলবাদিন নাঈব (২০) সেট হলেও দলকে বেশিক্ষণ ভরসা দিতে পারেননি। শেষ পর্যন্ত ২২.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন দুশমন্ত। ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৩ উইকেট। এছাড়া লাহিরু কুমারা দুটি ও মাহেশ থিকসানা একটি করে উইকেট শিকার করেছেন। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়