শিরোনাম
◈ পাওয়ার প্লেতে বাংলাদেশের তিন উইকেট পতন, ব্যাটিংয়ে শান্ত-মুশফিক ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হাইব্রিড মডেল’ প্রত্যাখান করায় বাংলাদেশের ওপর ক্ষেপেছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। তবে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। ভারতের এমন আচরণের পর একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। তবে সেই প্রস্তাবও প্রত্যাখান করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবিআই)। এশিয়া কাপ এছাড়াও পাকিস্তান থেকে আসন্ন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সরিয়ে নিতে পরিকল্পনা সাজাচ্ছে ভারত। ভারতের পর এবার এশিয়া কাপের হাইব্রিড মডেল প্রত্যাহার করেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এমন সিদ্ধান্তে বাংলাদেশের উপর ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সূত্র: হিন্দুস্তানটাইম্স

এর আগে পিসিবির হাইব্রিড মডেল নিয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ওই সময় দুবাইয়ে অসহনীয় গরম থাকবে। যা খেলোয়াড়দের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জিং। তাই বিশ্বকাপে আগে এমন মডেলে না খেলাই আমাদের জন্য ভালো হবে। তবে আবহাওয়া নিয়ে এমন অজুহাত দেওয়া মানতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার আফ্রিদি। 

আফ্রিদি বলেন, পেশাদার ক্রিকেটারদের আবহাওয়ার ওপর নির্ভর করে খেললে চলে না। শারজায় সকাল ১০টায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের কাছাকাছি যাওয়ার সময় আমাদের খুব ক্লান্ত লেগেছিল। খুব গরম ছিল তখন। এমনটা হবেই। একই সঙ্গে তাতে আপনার ফিটনেস লেভেল কেমন তা বোঝা যাবে। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়। সূত্র: ক্রিকেট পাকিস্তান

টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল একবাক্যে খারিজ করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিকল্প ভেন্যু হিসেবে একমাত্র শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ আয়োজন হতে পারে। শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হয়েছে এশিয়ার প্রতিটি দলই। একমাত্র আপত্তি পাকিস্তানের। তবে পিসিবি সাফ জানিয়ে দেয় এশিয়া কাপ আয়োজন করতে না পারলে তারা টুর্নামেন্টেই খেলবে না। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়