শিরোনাম
◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৩:১৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসিকে সিদ্ধান্ত জানালো পিসিবি

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে সেপ্টেম্বরে পাকিস্তানে এবারের এশিয়া কাপের আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে কয়েক দফা আলোচনার পরেও রোহিত শর্মাদের পাকিস্তানে খেলতে দিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যা নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস। এই সফরের মূল উদ্দেশ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা। সূত্র: আরটিভি

মঙ্গলবার (৩০ মে) পিসিবি কার্যালয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা। ওই বৈঠকে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেখানে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পিসিবি। সূত্র: এ স্পোর্টস

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পিসিবি বিশ্বকাপের ব্যাপারে দেশটির সরকারের নির্দেশ অনুসরণ করবে। এ ছাড়াও সেই বৈঠকে আইসিসির রাজস্বে পিসিবির অংশ বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই।

বুধবার দু’পক্ষের আরো এক দফা বৈঠকে বসার কথা রয়েছে। এরপর পাকিস্তান ছেড়ে যাবেন আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে মঙ্গলবার দুই দিনের সফরে পাকিস্তান যান আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। লাহোরে তাদের অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

এশিয়া কাপের ভাগ্য নিয়ে পিসিবি এবং বিসিসিআই যখন মতবিরোধে মত্ত তখন আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাকিস্তান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০০৮ সালে আইসিসি প্রেসিডেন্ট রে মালির সফরের পর বার্কলেই প্রথম আইসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তান সফর করেন। অক্টোবর ২০০৪ এরপর এটিই প্রথমবারের মতো আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা একসঙ্গে পাকিস্তান ক্রিকেট সদর দপ্তর পরিদর্শন করেছেন। রিপোর্ট: সাইদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়