শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫২ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপ্রিলে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ, পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের কাছ থেকে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি। এবারের অনূর্ধ্ব-১৯ দলটিকে তাই একটু পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছে বিসিবি। ২০২০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের মতো এবারের দলটিকেও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয়ার চেষ্টা করছে বোর্ড। ইতোমধ্যে স্টুয়ার্ট ল’র অধীনে তারা পাকিস্তানে একটি সিরিজ খেলে এসেছে। এপ্রিলে দেশের মাটিতে ফিরতি সিরিজ খেলবে। চ্যানেল২৪

বিসিবি থেকে জানা গেছে একটি চারদিনের, পাঁচটি একদিনের ও একটি টি টোয়েন্টি ম্যাচ হবে দ্বিপক্ষীয় এ সিরিজে। হোম সিরিজের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে যুবারা। নিরপেক্ষ এই ভেন্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি। যেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখনও প্রায় এক বছর দল গোছানোর সময় পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চায় না তারা। বরং ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যোগ করার উদ্যোগ নিয়েছে। ওয়াইসিএলের খেলা চলায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন জুনিয়র নির্বাচকরা।

গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, বর্তমান দলে যারা রয়েছে, তারা অনেক দিন ধরেই অনুশীলন প্রক্রিয়ার মধ্যে আছে। ওয়াইসিএলে বেশ কিছু ভালো ছেলে পাওয়া গেছে। সেখান থেকে কিছু খেলোয়াড় নেয়া হবে। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের মাথায় এখনই বিশ্বকাপের চিন্তা ঢোকাতে চাই না। আমরা চেষ্টা করছি দেশে ও বিদেশে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে। তারা খেলে খেলে একটা জায়গায় পৌঁছালে বিশ্বকাপ দল গোছানো হবে সেরাদের নিয়ে। রিপোর্ট: সাঈদুর রহমান


এসআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়