শিরোনাম
◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:০৪ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার স্ত্রী বলেছিল মিরাজ আজকেও ভালো খেলবে : পাপন

আমার স্ত্রী বলেছিল মিরাজ আজকেও ভালো খেলবে : পাপন

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের কাছে সিরিজ খোয়াল সফরকারী ভারত। এই নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভারতকে ৫ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে টানা ৬ উইকেট হারানোর পর হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যান তিনি।

ম্যাচশেষে এই সিরিজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। মিরাজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি ম্যাচশেষে বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতবো। এ ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দু’টো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটা (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি, আরে পরপর দু’দিন কীভাবে হবে। একদিন করে ফেলল রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করলো। ’

নাজমুল হোসেন পাপন আরও বলেন, ‘একটা অসাধারণ ইনিংস খেলেছে, এমনকি নাসুম এসে যে ব্যাটিংটা করেছে এই সময়টায়। সাকিব ভালো পারফর্ম করেছে দুই ম্যাচেই, এমনকি মুস্তাফিজের বোলিং, এবাদত আসলে এতজনের অবদান কী বলবো। ফিল্ডিং খুব ভালো ছিল। শেষ দিকের দুইটা ক্যাচ ছাড়া বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি ফিল্ডিংটা ভালোই হচ্ছিলো। এই দুইটা ছাড়া সবকিছু ভালোই হয়েছে। তবে এই ধরনের জয়েই নাকি বেশি মজা। কিন্তু যেটা বললাম এটা সহ্য করা খুবই কঠিন। প্রতিটি ম্যাচেই যদি এরকম করে হয় টেনশনে থাকতে হয় তাহলে অন্তত কঠিন।’

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়