এরফান আলম: বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হওয়া ফ্রান্সের সাথে শেষ ম্যাচ খেলতে বুধবার রাত ৯ টায় মাঠে নামবে তিউনিশিয়া। স্পোর্টস মোল
২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও তিউনিশিয়া। গত দুই ম্যাচে গোল পোষ্টে বল না জরানো তিউনিশিয়ার বিদায় ঘণ্টা বেজে যেতে পারে বুধবারের ম্যাচে।
তাদের নক আউট পর্বে যেতে হলে হারাতে হবে ফ্রান্সকে এবং অপেক্ষা করতে হবে ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হারের। তবে পিঠের সমস্যার কারণে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আফোনস অ্যারিওলাকে ছারা খেলতে হতে পারে ফ্রান্সের। লুকাস হার্নান্দেজের লিগামেন্ট ইঞ্জুরির কারনে এডওয়ার্ডো কামাভিঙ্গাকে লেফট-ব্যাক ভুমিকায় খেলাতে পারে কোচ ডেসচ্যাম্পস। আশা করা যাচ্ছে এই ম্যাচে খুব সহজে তিউনিসিয়াকে হারিয়ে শেষ ষোলতে যাবে ফ্রান্স।
এআ/জেএ