শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছিলেন ফার্নান্দেস

কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। কিন্তু একের পর এক আক্রমণেও মিলছিল না সফলতা। শেষমেষ ম্যাচের ৫৪তম মিনিটে ডেডলক ভাঙল ব্রুনো ফার্নান্দেসের গোলে। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল চলে যায় উরুগুয়ের জালে। এর আগে মনে হচ্ছিল, ফার্নান্দেসের ক্রসে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথা ছুঁয়েছে বল।

গোল উদযাপনে মেতে ওঠেন রোনালদো। অবশ্য কিছুক্ষণ পরেই দেখা যায় রোনালদোর শরীরের কোনো অংশেই স্পর্শ করেনি বল। তবুও দেশি-বিদেশি সংবাদ মাধ্যমগুলোর সংশয় কাটছিল না। কিছুক্ষণ বাদে অবশ্য স্টেডিয়ামের বড় স্ক্রিনে গোলদাতা হিসেবে ফার্নান্দেসের নামই ভেসে ওঠে।  যে কারণে ঐই গোল চলে যায় এই ফরোয়ার্ডের নামে। এরপরে অবশ্য অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ফার্নান্দেস করেন আরো এক গোল। ঢাকা পোস্ট, কালবেলা

মোট কথা গোল খরার এই ম্যাচে একাই পর্তুগালকে জিতিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে ফার্নান্দেজ জানিয়েছেন, রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছেন তিনি।

ফার্নান্দেজ বলেন, আমি ভেবেছিলাম বল ক্রিশ্চিয়ানোর মাথা স্পর্শ করেছিল। এমনকি গোলটা সেই করেছে। আসল ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। আজকের ম্যাচটি যথেষ্ট কঠিনই ছিল। এমনকি প্রথম গোলের পর ফার্নান্দেজ উদযাপনও করেন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়