শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৯:১৯ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত দিয়ে গোল করার ম্যারাডোনার সেই জার্সি থাকবে কাতার বিশ্বকাপে

ম্যারাডোনার সেই জার্সি থাকবে কাতার বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক: ফুটবল ঈশ্বর খ্যাত দিয়াগো ম্যারাডোনা ইতিহাস আর ভক্তদের হৃদয়ে এখনো বেঁচে আছেন। আসন্ন কাতার বিশ্বকাপেও থাকবেন ম্যারাডোনা। সশরীরে ম্যারাডোনাকে তো আর কখনোই পাওয়া যাবে না, তবে প্রয়াত আর্জেন্টাইন মহানায়কের সেই বিখ্যাত জার্সি দেখার সুযোগ পাবেন কাতার বিশ্বকাপের দর্শকরা।

বিশ্বকাপ চলাকালীন কাতারের স্পোর্টস মিউজিয়ামে প্রদর্শিত হবে ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সিটি। যে জার্সি গায়ে চাপিয়ে তিনি ছিয়াশির বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন। ওই গোলটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল হিসেবে পরিচিত। আবার ২০০২ সালে এই গোলটিই ফিফার জরিপে শতাব্দীর সেরা গোলের মর্যাদা পায়। - কালেরকণ্ঠ

কয়েক মাস আগে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড জার্সিটি নিলামে ৯.৩ মিলিয়ন ডলারে কিনে নেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। তিনি কাতারের ‘৩-২-১ মিউজিয়াম’কে জার্সিটি ভাড়ায় দিয়েছেন। কাতার মিউজিয়াম কর্তৃপক্ষও সেই ব্যক্তির নাম প্রকাশ করেনি। আগামী বছরের ১ এপ্রিল পর্যন্ত জার্সিটি ওই জাদুঘরে প্রদর্শিত হবে।

এই জার্সি পরেই ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির জার্সি প্রদর্শনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাতার মিউজিয়ামের প্রধান শেখ আল মায়েসা হামাদ বিনা খলিফা। তিনি বলেছেন, আমি খুব এক্সাইটেড। কারণ জার্সিটির সঙ্গে একটি ইতিহাস জড়িত। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়