শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুমরাহর জায়গায় মোহাম্মদ সিরাজকে দলে ফেরাল ভারত

মোহাম্মদ সিরাজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সিরিজে সিরাজকে ফেরানো হয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুতেই পিঠের চোট ফিরল যশপ্রীত বুমরাহর। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কাতেই পড়ে গেছে রোহিত শর্মার দল। তার আগে তো দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করা চাই সেই সিরিজটা শেষ করতে বুমরাহর জায়গায় দলে ডাকা হয়েছে মোহাম্মদ সিরাজকে। ঢাকা পোস্ট

রোববার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সিরাজ আজ গোহাটিতে স্কোয়াডের সাথে যোগ দেবেন। ভারতের টেস্ট দলে নিয়মিত মুখ হলেও সিরাজ সর্বশেষ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে একটি টি-টোয়েন্টিতে খেলেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আবার তার জায়গা হলো টি-টোয়েন্টি সিরিজের দলে।

এর আগে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট আছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। 

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়