শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টেন ক্রিকেটে সাকিব, মুস্তাফিজ ও তাসকিনের চূড়ান্ত স্কোয়াড

সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: টি-টেন ক্রিকেট লিগের এবারের আসরে ড্রাফট অনুষ্ঠিত হলো সোমবার। এই ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছিলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

এর মধ্যে ৪ জন দল পেলেও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মাহমদউল্লাহ রিয়াদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। দল পানটি তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুবও। ড্রাফটের আগেই আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে আগেই দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফট থেকে তারা বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকে দলে নিয়েছে। সেই সঙ্গে আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে নিয়ে নিজেদের দল শক্ত করেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি।

ড্রাফট থেকে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে টিম আবুধাবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদকে। 

চূড়ান্ত স্কোয়াড: বাংলা টাইগার্স:- সাকিব আল হাসান, মোহাম্মদ আমির, শান্তাকুমারান শ্রীশান্থ, কলিন মানরো, হজরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, এভিন লুইস, নুরুল হাসান সোহান, বেন কাটিং, ড্যান ক্রিস্টিয়ান, চিরাগ সুরি, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরি, জ্যাক বল, মাথিসা পাথিরানা, উমাইর আলী ও রোহান মুস্তফা।

টিম আবুধাবি:- ক্রিস লিন, ফাবিয়েন অ্যালেন, ফিল সল্ট, আদিল রশিদ, নাভিন উল হক, টাইমাল মিলস, জেমস ভিন্স, জ্যামি ওভারটন, ব্র্যান্ডন কিং, আমাদ বাট, ডারউইস রাসুলী, আহসান শারাফু, আলী আবিদ, ইথান ডিসুজা, মুস্তাফিজুর রহমান ও পিটার হজগলু। 

ডেকান গ্ল্যাডিয়েটর্স:- আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ডেভিড উইজে, টম কোহলারক্যাডমোরে, ওডেন স্মিথ, জাহোর খান, মুজিব উর রহমান, লুক উড, জসুয়া লিটল, উইল স্মিড, জহির খান, কার্টিস ক্যাম্ফার, সুলতান আহমেদ, জেসন রয় ও তাসকিন আহমেদ। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়