শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো শেখ রাসেল জুনিয়র দাবা টুর্নামেন্ট

শেখ রাসেল জুনিয়র দাবা টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে  রাজধানীতে আজ শুরু হয়েছে শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা। বাসস

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদুল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব  ও ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের  ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৩৫০ জন খুঁদে দাবাড়ু অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর  দিনটিকে  সরকার গত বছর  শেখ রাসেল  দিবস হিসেবে ঘোষণা করে।

দীর্ঘদিন যাবত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৮ অক্টোবর দিবসটিকে শেখ রাসেল দিবস হিসেবে পালনের দাবী  জানিয়ে আসছিল। যার প্রেক্ষিতে ২০২১ সালের ২৩ আগস্ট সরকারের আইসিটি বিভাগের প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় দেশে  ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারী  ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকও রাজনৈতিক সংগঠন  বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শেখ রাসেল  ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের  চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়