মাকসুদ রহমান: সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় স্বাগতিক পাকিস্তানকে ছয় উইকেটে হারানো ইংল্যান্ডকেই রাতে হারাতে চায় বাবর আযমের দল। ক্রিকইনফো
করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আট টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আযম বলেছেন আজকের খেলায় ইংল্যান্ডকে হারিয়ে করাচির দর্শকরে আনন্দিত করতে চান যা সিরিজেও সমতা নিয়ে আসবে। ডন
পাকিস্তানের ব্যাটাদের আরো উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন বাবর আযম। তিনি বলেছেন, গত খেলায় আমারা পাওয়ার প্লে’র ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছিলাম। তবে পাকিস্তানের ইনিংসের ১০ ওভারের পরেই আস্তে আস্তে খেলার মোড় আসতে শুরু করে যার কারিগর ছিল ছিলেন ইংলিশ ক্রিকেটাররা। আমরা বড় পার্টনারশিপ গড়তে পারিনি।