শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষা না দিয়ে সাফ ফুটবল খেলতে যাচ্ছেন ৮ খেলোয়াড়

বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : তারা এসএসসি পরীক্ষা দিবেন না। ১০ বছরের সাধনা জলাঞ্জলি দিয়ে ফুটবল পানে ছুটছে তারা। অনূর্ধ্ব-১৭ দলে থাকা ৮ ফুটবলার নিয়েছেন এই সিদ্ধান্ত। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে শুক্রবার শ্রীলংকায় যাচ্ছে বাংলাদেশ দল। যে কারণে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না এই দলে থাকা আট ফুটবলার।

আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হবে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলে আছেন ৮ ফুটবলার, যাদের অংশগ্রহণ করার কথা ছিল আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায়। কিন্তু বাংলাদেশ যদি টুর্নামেন্টের ফাইনাল খেলে তবে হয়তো তাদের অংশ নেওয়া হবে না এই পরীক্ষায়। এছাড়া আগামী অক্টোবরে ঘরের মাঠে হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। এখানেও খেলবে এই দলের ফুটবলাররা।

কালেরকণ্ঠ অনলাইন জানায়, সবকিছু বিবেচনা করে এবার পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৮ ফুটবলার। অধিনায়ক ইমরান খান, সিয়াম অমিত, মিরাজুল ইসলাম, পারভেজ আহমেদ, রুবেল শেখ, সোহানুর রহমান,সজল ত্রিপুরা- এই ফুটবলাররা অংশ নেবেন না পরীক্ষায়। সজল ও অমিত ছাড়া বাকি ফুটবলাররা বিকেএসপির ছাত্র।  

পরীক্ষা না দেওয়ার ব্যাপারে অধিনায়ক ইমরান খান বলেছেন, আমাদের একটা লক্ষ্য আছে, জাতীয় দলে খেলা। সামনে আবার এএফসির বাছাইপর্ব। যদি পরীক্ষা দিতে যাই তখন ফিটনেস, দলের যোগাযোগে অনেক সমস্যা হবে। তাই জাতীয় দলের স্বার্থে আমাদের এই ত্যাগটা স্বীকার করতে হচ্ছে। আমাদেরও বলা হয়েছে, পরীক্ষা পরেরবার দিলেও চলবে।

শ্রীলঙ্কার উদ্দেশ্য শুক্রবার দুপুরে রওনা হবে বাংলাদেশ দল। ৫ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের আরেক দল মালদ্বীপ। ‘বি’ গ্রুপে আছে ভারত, নেপাল ও ভুটান। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়