শিরোনাম
◈ নির্বাচনী জোট গঠনে ধীরে বিএনপি, সারা পাচ্ছে না জামায়াত ◈ বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌মিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে চ্যাম্পিয়ন রাঙ্গামাটি

স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে কুমিল্লায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কর্ণফুলী জোনে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি। রানার্স আপ হয়েছে খাগড়াছড়ি। আর পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি। মঙ্গলবার (২৩ সে‌প্টেম্বর) পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা জিমনেসিয়ামে সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে। গতকাল রোববার রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়েছিল। সোমবার বাকি দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে।

সোমবা‌রের খেলায় রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে ৫০-১৯ পয়েন্টে খাগড়াছড়িকে এবং পরের ম্যাচে স্বাগতিক কুমিল্লাকে ৪৯ -২৫ পয়েন্টে হারায়। অন্যান্য খেলায়, চট্টগ্রাম ৫৯-৬ পয়েন্টে কুমিল্লাকে ও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে খাগড়াছড়ি ৩২ -৩১ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়েছে। 

এদিকে পুরুষ বিভাগে ক' গ্রুপে চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানার্স আপ হয়েছে নোয়াখালী। আর খ' গ্রুপে চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি হয়েছে রানার্সআপ। রাঙ্গামাটি ৪৯ -২৫ পয়েন্টে খাগড়াছড়িকে, কুমিল্লা ৬২ -১৬ পয়েন্টে নোয়াখালীকে এবং চট্টগ্রাম ৫১-২১ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়