শিরোনাম
◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ◈ এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল ◈ যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ সুপার ফোর: ভারত-পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

এশিয়া কাপের সুপার ফোরে আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহের ব্যবধানে গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে খেলবে বাংলাদেশের বিপক্ষে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করেছিল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ওপেনার অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ৭ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ভারত। 

এই জয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৪ উইকেটে জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। পাকিস্তানকে হারানো ভারত +০.৬৮৯ নেট রানরেটে আছে শীর্ষে । 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাকি দুটির একটি জিতলে কিংবা দুই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে।

বাংলাদেশ যদি ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতে, তাহলে চলে আসবে নেট রানরেটের হিসাব। আর সেখানে সমীকরণ মেলাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লিটন দাসের দল। অবশ্য শেষ দুই ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর ওপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় আসরের ফাইনালে। 

সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। 

সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে। ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও। দুবাইয়ে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশ দল যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। আপাতত চোখ সুপার ফোরের দুই ম্যাচে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়