শিরোনাম
◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ◈ এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অবসর ভা‌লো লাগে না ডি ক‌কের, আবার ম‌া‌ঠে ফির‌লেন

স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি কক অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। উইকেট কিপার এ ব্যাটারকে আসন্ন পাকিস্তান সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

গত বছর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবশেষ খেলেছিলেন ডি কক। প্রোটিয়া জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পর এই ফরম্যাটকে বিদায় বলে দেন। টেস্ট থেকে ডি কক অবসর নিয়েছেন আরও আগে। 

২০২১ সালে লাল বলের ক্রিকেট ছাড়েন তিনি। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা উইকেট কিপার এ ব্যাটার শুধু খেলবেন সাদা বলের ক্রিকেট।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ডি কককে দলে ভেড়ানো হয়েছে। উইকেট কিপার এ ব্যাটারের ফেরা প্রোটিয়া শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন কোচ শুকরি কনরাড।

তিনি বলেন, এসএ২০ লিগ থেকেই আমরা খেলোয়াড়দের প্রস্তুতি দেখব। আর ডি ককের মতো অভিজ্ঞ কেউ দলে ফিরলে, তা আমাদের জন্য বাড়তি সুবিধা।

ডি কক ফিরলেও পাকিস্তান সিরিজের দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। চোট থেকে সেরে না ওঠায় ডানহাতি এ ব্যাটারের খেলা হচ্ছে না। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটস্কি, টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন ডেভিড মিলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়