শিরোনাম
◈ ইসরাইলের বাজান তেল রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ ◈ সাবেক সংসদ সদস্য অপু গ্রেফতার ◈ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে ◈ মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে: প্রধান উপদেষ্টা ◈ হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত ◈ ইউরোপ ভ্রমণে কড়াকড়ি, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কোথায়, কীভাবে, কত টাকা জরিমানা দিতে হতে পারে? ◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন?

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশ একাডেমির কাছে পাত্তাই পে‌লো না বাংলাদেশ এ’ দল

স্পোর্টস ডেস্ক : পার্থ স্কর্চার্স একাডেমির একাদশে একজন বাদে আর কারোরই ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। 

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু মাঠের লড়াইয়ে অনভিজ্ঞ প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি নুরুল হাসান সোহানের দল। হেরে গেছে ৫ উইকেটে।

রোববার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশ। জবাবে দুই ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পার্থ।

এদিন বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্স একাডেমির একাদশে একমাত্র আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার ছিলেন ম্যাথিউ স্পুর্স। সাদা বলের ক্রিকেটে কানাডার হয়ে এই অলরাউন্ডার খেলেছেন মোট ১৫ ম্যাচ।

অন্যদিকে বাংলাদেশ একাদশে ছিলেন বিভিন্ন সময়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা নয়জন ক্রিকেটার। এদের মধ্যে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লের ভেতর ২৫ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটার- নাঈম (৫), সাইফ হাসান (১) ও জিশান আলমের (৯) উইকেট হারায় বাংলাদেশ। পরের ব্যাটারদের মধ্যে আফিফ হোসেন ছাড়া আর কেউ ২০ রানেরও দেখা পাননি।

শেষ পর্যন্ত ৪৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন আফিফ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে। অধিনায়ক সোহান ফেরেন ১৬ বলে ১৪ রান করে।

লক্ষ্য তাড়ায় নামা পার্থের ১১ রানে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান। নাঈম হাসান ও রকিবুলের স্পিনে দলীয় ৮১ রানের ভেতর আরও ৪ উইকেট হারায় একাডেমি দল। কিন্তু জোয়েল কার্টিসের ৪৪ ও স্পুর্সের ২৪ রানের অপরাজিত ইনিংসে কোনো বিপদ ছাড়াই জয় পায় তারা।

তিন ম্যাচে দুই হারে ১১ দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে সোহানের দল। নিজেদের চতুর্থ ম্যাচে আগামী মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়