শিরোনাম
◈ আইডি কার্ড বিতর্ক থেকে সংঘর্ষ, যা বলছে পুলিশ ◈ মোদিকে প্রশ্ন আসাদউদ্দিন ওয়েইসির: বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকে কেন নয়? ◈ প্রথম দিনেই অ্যাকশনে ডিসি সারওয়ার আলম, আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন (ভিডিও) ◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৪:৪৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে পা‌কিস্তান শা‌হিন‌সের কা‌ছে হে‌রে গে‌ছে বাংলা‌দেশ এ' দল

স্পোর্টস ডেস্ক : চার-ছক্কার ফুলঝুরিতে রান পাহাড়ে উঠেছিল পাকিস্তান ‘এ’ দল। লক্ষ্য তাড়ায় জিশান আলম ও সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ ‘এ’ দলও। কিন্তু এই জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে তারা। ৭৯ রানের হার দিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ডারউইনে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪ উইকেটে ২২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯ বল আগে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৭ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটারের ফিফটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দশম ওভারেই দলের খাতায় শতরান যোগ করেন খাজা নাফে ও ইয়াসির খান। দ্বাদশ ওভারের প্রথম বলে ৬১ রান করা নাফে রানআউটে কাটা পড়লে ভাঙে ১১৮ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে ইয়াসিরকে (৬২) তুলে নেন মাহফুজুর রহমান রাব্বি।

এরপর আব্দুল সামাদের অপরাজিত ৫৬ এবং অধিনায়ক ইরফান খানের ১২ বলে ২৫ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

জবাবে প্রথম ওভারেই নাঈম শেখকে (৫) হারায় বাংলাদেশ। তবে পরের ওভার থেকেই পাকিস্তানের ওপর ঝড় তোলেন জিশান ও সাইফ। এই দুই ব্যাটারের তাণ্ডবে চতুর্থ ওভারেই দলের খাতায় যোগ হয় পঞ্চাশ রান। কিন্তু অষ্টম ওভারের প্রথম বলে ৩৩ রান করা জিশান সাজঘরে ফিরলে ৮৬ রানের জুটিটি থামে। সে সময় দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯২ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। ২৬ বলে ফিফটি হাঁকানো সাইফ ফেরেন ৫৭ রান করে। ডানহাতি এই ব্যাটার তার ৩২ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।

পরের ব্যাটারদের মধ্যে অধিনায়ক সোহান (২২) ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। আফিফ হোসেন ফেরেন ৬ রান করে।

 শনিবার ( ১৬ আগস্ট) নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়