শিরোনাম
◈ রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে ◈ থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা (ভিডিও) ◈ সিসিটিভিতে ধরা পড়ল ঘটনাপ্রবাহ: যে ভিডিও ধারণের জন্য করুণ পরিণতি সাংবাদিক তুহিনের (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজার আবার অস্থির, ৮০ টাকার নিচে সবজি নেই ◈ কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’, উদ্দেশ্য ছিল ‘চিন্তা করাও’: হাসনাত আব্দুল্লাহ ◈ জাপানি বিনিয়োগে আবারো চালু হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো ◈ ছয় মাস আগেই নির্বাচনী ট্রেনে গতি তুলেছে বিএনপি, চলছে প্রার্থী বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ ◈ কৃ‌ষি ও ডেই‌রি‌তে ভারত শুল্ক না কমা‌লে কো‌নো আলোচনা হ‌বে না: ট্রাম্প ◈ কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে? ◈ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট হ‌বে দিবারাত্রির

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর কতদিন বেছে বেছে ম্যাচ খেলবে?' বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তোপ ইরফান পাঠানের

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা ভুগিয়েছে তাঁকে। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন বুমরাহ। তিন টেস্ট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৪। 

সমস্ত টেস্ট খেলেননি বলে প্রশ্ন উঠছে, হাফ ফিট বুমরাহকেই কি নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডে? আর এভাবে বেছে বেছে খেলেছেন বলে তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। সেই কারণেই তাঁর স্কোরশিটে বুমরাহকে বেশি নম্বরও পর্যন্ত দিলেন না তিনি।

পাঠান তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, দশে ছয়ের বেশি পাবে না ও। একজন সিনিয়র ক্রিকেটারকে সমস্ত ম্যাচ খেলে জেতানোর দায়িত্ব নিতে হয়। কিন্তু মাত্র তিনটে টেস্ট খেলেছে। এরমধ্যে একটিও জিততে পারেনি ভারত। 

পাঠান লর্ডস টেস্টের কথা উল্লেখ করে বলেন, ওই ম্যাচে ষষ্ঠ ওভারের কথা মনে করুন। জো রুটকে ও অন্তত ১১ বার আউট করেছে। লর্ডস টেস্টে বুমরাহ মাত্র পাঁচ ওভার বল করল। যদি আরও একটি ওভার বল করত, তাহলে রুটকে আউট করে দিতে পারত। কিন্তু মনে হয়, নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল। তাছাড়া বেছে বেছে খেলা তো আছেই। সেটা তো সবাই দেখতে পাচ্ছেন।

লর্ডসের বোর্ড অফ অনারে বুমরাহর নাম উঠে আসার প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন পাঠান। তাঁর সংযোজন, "পাঁচ উইকেট নিয়ে লর্ডসের বোর্ড অফ অনারে জ্বলজ্বল করছে বুমরাহর নাম। কিন্তু যখন আপনি শীর্ষস্থানীয় বোলার হন, তখন শীর্ষস্তরের পারফরম্যান্সের প্রত্যাশা থাকবেই। সেই অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেনি বুমরাহ।

পাঠান আরও বলেন, "প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিল বুমরাহ। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পায়নি। গুরুত্বপূর্ণ সময়ে দল ওর কাছ থেকে প্রত্যাশামতোই উইকেট চাইবে। সেটাই স্বাভাবিক। কিন্তু লিডসে সেটা আমরা দেখিনি। বিপক্ষ ব্যাটাররা ওকে পড়ে ফেলছিল সহজেই। আর প্রচুর রান তাড়া করে জিতেও যায় ইংল্যান্ড।

 উল্লেখ্য, লিডসে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৭০ রান। যা মাত্র ৫ উইকেট হারিয়ে খুব সহজেই তুলে নেয় বেন ডাকেট, জো রুটরা। ডাকেট দ্বিতীয় ইনিংসে ১৭০ বলে ১৪৯ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়