শিরোনাম
◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল ◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে  অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতি‌বেদক : অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সিরিজে অংশ নিতে আগামী বৃহস্পতিবার দেশ ছাড়বে তারা।

সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেটের আয়োজিত এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল।

১১ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এবারের আসরে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ‘এ’ দল (শাহিনস) ও নেপাল জাতীয় দল অংশ নেবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনে। 

আগামী ১৪ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

বাংলাদেশ ‘এ’ দলের সবশেষ সিরিজেও অধিনায়ক ছিলেন সোহান। নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে গত মে মাসে একদিনের ম্যাচের সিরিজে সেঞ্চুরি করেছিলেন তিনি। চার দিনের ম্যাচেও শতক হাঁকিয়েছিলেন তিনি।

দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ এবং দীর্ঘ দিন পর জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরে ব্যর্থ হওয়া নাঈম শেখ। এছাড়াও ডাক পেয়েছেন ১৪ টেস্ট খেলা স্পিনার নাঈম হাসান।

জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেনও যাবেন অস্ট্রেলিয়ায়। নতুনদের মধ্যে আছেন আগ্রাসী ব্যাটার জিসান আলম, উঠতি পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ এবং অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মাহফুজুর ইসলাম রাব্বি।

টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট।

টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিল বিসিবির হাই পারফরম্যান্স দল। আকবর আলীর নেতৃত্বে দলটি ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, র‌কিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়