স্পোর্টস ডেস্ক : সাবেক এই ক্রিকেটারের জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। ইনজুরির কারণে আগেই শেষ হয়ে গিয়েছে খেলোয়াড় হিসেবে ক্রিকেট অধ্যায়। তবে খেলোয়াড় হিসেবে না হলেও ঠিকই ক্রিকেটের সাথে আছেন তালহা জুবায়ের। কোচ হিসেবে কাজ করছেন সাবেক এ ক্রিকেটার।
দেশের অন্যতম সেরা কোচ তালহা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, নারী দল, বিভিন্ন বয়সভিত্তিক দল, এইচপি, বাংলাদেশ টাইগার্স ও বিপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। এবার সেই অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ তালহার সামনে। -- ডেইলি ক্রিকেট
অস্ট্রেলিয়ায় কোচিং করাতে যাবেন সাবেক এ ক্রিকেটার। আগামী সেপ্টেম্বরের মাঝের সময়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন তালহা।
অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করবেন তিনি। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে কাজ করবেন সাবেক এ ক্রিকেটার। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১ মাস করবেন তালহা। ইতোমধ্যে বিসিবি থেকে এনওসি পেয়েছেন তিনি।
বর্তমানে বিসিবির কোচ হিসেবে কাজ করছেন তালহা। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও তরুণদের নিয়ে কাজ করছেন তিনি।