শিরোনাম
◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল ◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ফরম্যাটে ফিরতে চান সৌম্য সরকার, লাল বল নি‌য়ে সারাক্ষণ অনুশীলনে ব্যস্ত 

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ার মাত্র ১৬ ম‌্যা‌চের। এর ম‌ধ্যেই ১ সেঞ্চুরির সাথে আছে ৪ ফিফটি। সর্বোচ রানের ইনিংসটা ১৪৯। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারের টেস্ট পরিসংখ্যান।

২০২১ সালে খেলেছেন সর্বশেষ টেস্ট ম্যাচ। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেই জাতীয় দলকে বেশি প্রতিনিধিত্ব করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। -- ডেই‌লি ক্রিকেট

তবে বিরতিটা লম্বা হলেও সাদা পোশাকে আবারও মাথে নামতে চান বাংলাদেশের হয়ে। তাইতো মিরপুরে চেষ্টা করছেন লাল বলের অনুশীলনে। সঙ্গী হিসেবে পাচ্ছেন কোচ সোহেল ইসলামকে।

রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপে সোহেল জানালেন সৌম্যের সাথে কাজ করা নিয়ে বিস্তারিত।

তিনি বলেন, 'আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন করছিলাম। সে ফিরে আসার পর, আমরা ইতোমধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছি।

একজন খেলোয়াড় হিসেবে কেউই একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে

ক্রিকেটাররা সব ফরম্যাটে খেলতে চাইলেও বাস্তবিক কারণে অনেক সময় সেটা হয় না। ভিন্ন ভিন্ন ফরম্যাটে মানসিকতা, খেলার ধরণ সবই যে আলাদা। আর তাইতো কোচ হিসেবে সব পরিস্থি সামলে ওঠার প্রশিক্ষণই খেলোয়াড়দের দেন সোহেল ইসলামরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'সবাই সব ফরম্যাটে খেলতে চায়। আপনারা জানেন, লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে খেলার ধরনের অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়।'

'এই কারণেই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিই, যাতে তারা জানে যে লাল বলে খেলার সময় তাদের মানসিক কৌশল কেমন হবে, তারা কীভাবে খেলবে এবং তাদের টেকনিকগুলো কীভাবে কার্যকর করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়