শিরোনাম
◈ রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে ◈ থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা (ভিডিও) ◈ সিসিটিভিতে ধরা পড়ল ঘটনাপ্রবাহ: যে ভিডিও ধারণের জন্য করুণ পরিণতি সাংবাদিক তুহিনের (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজার আবার অস্থির, ৮০ টাকার নিচে সবজি নেই ◈ কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’, উদ্দেশ্য ছিল ‘চিন্তা করাও’: হাসনাত আব্দুল্লাহ ◈ জাপানি বিনিয়োগে আবারো চালু হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো ◈ ছয় মাস আগেই নির্বাচনী ট্রেনে গতি তুলেছে বিএনপি, চলছে প্রার্থী বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ ◈ কৃ‌ষি ও ডেই‌রি‌তে ভারত শুল্ক না কমা‌লে কো‌নো আলোচনা হ‌বে না: ট্রাম্প ◈ কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে? ◈ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট হ‌বে দিবারাত্রির

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আবুধা‌বি ও দুবাই স্টে‌ডিয়া‌মে এ‌শিয়া কা‌পের খেলা, ম‌্যাচ হ‌বে রাত ৮টায়

স্পোর্টস ডেস্ক : ভারত-পা‌কিস্তান ইস‌্যু‌তে এশিয়া কাপ নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত সবকিছুর অবসান ঘটিয়ে গত সপ্তাহে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি অবশ্য পূর্ণাঙ্গ ছিল না। শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এ‌শিয়ান ক্রিকেট কাউ‌ন্সিল (এসিসি)।

এসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে হবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ। স্টেডিয়াম দুটি হলো—আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে সবগুলো। পূর্ণাঙ্গ সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে বাংলাদেশ সবগুলো ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লিটন দাসের দল। একদিন পর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তাসকিন-মুস্তাফিজরা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর। সেখানে সবগুলো দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই খেলবে ফাইনাল। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা নামবে।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আর সুপার ফোরের একটিসহ আবুধাবিতে মোট ম্যাচ হবে আটটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়