আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভার পরপরই এশিয়া কাপ আয়োজন নিয়ে সংকট কেটে যায়।এবার এশিয়া কাপের পূর্ণাঙ্গ সুচি প্রকাশ করেছে আয়োজকরা।
এশিয়া কাপ মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে যেখানে টাইগারদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
টুর্নামেন্টের সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে, ভারত ও পাকিস্তান একই গ্রুপে অবস্থান করছে এবং তাদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে এদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
এশিয়া কাপের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা এবং বিতর্ক চলছিল। ২৪ জুলাই (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত এসিসির বৈঠকে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। গুঞ্জন উঠেছিল যে, ভারতসহ বেশ কিছু দেশ বৈঠকে অংশ নেবে না। তবে শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়ে বৈঠকে অংশ নেয় এবং এসিসির বৈঠকের পর এশিয়া কাপের আয়োজন নিয়ে সব শঙ্কা কেটে যায়।