শিরোনাম
◈ আপনার ইংরোজ দারুণ, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ইংরেজি শুনে চমকে গেলেন ট্রাম্প (ভিডিও) ◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শুরুতে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই ছিল বাংলাদেশ। তবে বাৎসরিক হালনাগাদে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে যান নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া জয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা। -- ক্রিক‌ফ্রেঞ্জি

গত মে মাসে বাৎসরিক হালনাগাদ করে র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সবশেষ এক বছরে ওয়ানডে ক্রিকেটে ভালো করতে না পারায় স্বাভাবিকভাবেই সেটার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়ে। ২০২৪ সালের মে মাস থেকে শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয় শতকরা ৫০ ভাগ।

২০২৪ সালের মে মাস থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ৮ ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পায় বাংলাদেশ। এমন পারফরম্যান্সে ৪ রেটিং পয়েন্ট হারায় তারা। ফলে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশে নেমে আসে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষেও শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের কাছে হারে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মিরাজ। আগে ব্যাটিং করে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে ২৪৮ রান তোলে সফরকারীরা। পাথুম নিশাঙ্কা দ্রুত ফিরলেও ব্যাট হাতে ঝড় তুলে হাফ সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। তবে ডানহাতি ব্যাটারকে সামলে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ।

পরবর্তীতে জানিথ লিয়ানাগে হাফ সেঞ্চুরি করলেও তানভীর ইসলামের ৫ উইকেট ও শামীম হোসেন পাটোয়ারি, মিরাজদের আঁটসাঁট বোলিংয়ে ১৬ রানের জয় পায় সফরকারীরা। কলম্বোর প্রেমাসাদায় প্রথমবারের মতো জিতে সিরিজে সমতাও ফিরিয়েছে বাংলাদেশ। এমন জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। লঙ্কানদের হারানোর ফলে ২ রেটিং পয়েন্ট বেড়েছে মিরাজদের।

৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে গেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে ১০ নম্বরে। বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কার। এক ধাপ পিছিয়ে তারা নেমেছে ৫ নম্বরে। বর্তমানে লঙ্কানদের রেটিং পয়েন্ট ১০২। আগের মতোই শীর্ষে ভারত, দুইয়ে নিউজিল্যান্ড এবং তিনে রয়েছে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়