শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গোল ছিনতাইয়ের অ‌ভি‌যো‌গে রাফিনহার দু:খ প্রকাশ

স্পোর্টস ডেস্ক ; উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত এক রাত পার করেছে বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালের পথে এক পা রেখেছে কাতালানরা। ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনহা। তবে তার করা এক গোল নিয়ে অভিযোগ উঠেছে, তিনি সতীর্থ পাউ কুবারসির গোল ‘ছিনতাই’ করেছেন।

ম্যাচের ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করেন রাফিনহা। তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, বলটি আগে থেকেই কুবারসির বাড়ানো ছিল এবং জাল ছোঁয়ার পথেই ছিল। রাফিনহার ছোঁয়ায় তা হয়ে যায় তার নামের গোল। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ কড়া সমালোচনায় বলেছে, ‘একজন তরুণ খেলোয়াড়ের প্রথম চ্যাম্পিয়নস লিগ গোলটি কেড়ে নেয়া উচিত হয়নি।’

তবে সমালোচনার জবাবে রাফিনহার প্রতিক্রিয়া এসেছে ইতিবাচক। সতীর্থ কুবারসির কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি অফসাইড ছিলাম কি না, তা নিয়ে চিন্তিত ছিলাম। আমি ওকে বলেছি, আমি শেষ মুহূর্তে বলটি ছুঁয়েছিলাম। এজন্য আমি দুঃখিত। সে এটিকে অ্যাসিস্ট হিসেবেই ধরেছে।

তিনি আরও বলেন, ‘আমি জানতাম না বলটি ইতোমধ্যে গোলপোস্টে যাচ্ছিল কি না। মনে হচ্ছিল বলটি বাইরে চলে যেতে পারে।

রাফিনহার এমন পারফরম্যান্সে গড়া হয়েছে এক রেকর্ডও। চ্যাম্পিয়নস লিগে একটি আসরে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ১৯টি গোল-অ্যাসিস্টের মেসির রেকর্ডে তিনি ভাগ বসিয়েছেন (১২ গোল, ৭ অ্যাসিস্ট)। সুযোগ রয়েছে এই রেকর্ড ভাঙারও। বর্তমানে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টদাতা।

রাফিনহা আরও বলেন, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে খেলে আমি আনন্দ পাই। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, যা আমাদের এগিয়ে নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়