শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হয় তারা থাকবে, না হয় আমি: নারী ফুটবলার কোচ পিটার বাটলার 

নারী ফুটবল দলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর জবাবে বাটলারও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু খেলোয়াড় দলে থাকলে তিনি কোচিং করাবেন না।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সামনে বাটলার বলেন, ‘কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

উল্লেখ্য, বিদ্রোহী ১৮ জন ফুটবলারের মধ্যে ১৬ জনই সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগের বিষয়ে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস, বিশেষ কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।’

কোচ আরও জানান, তিনি কিছু নির্দিষ্ট ফুটবলারের নাম বাফুফের কাছে দিয়েছেন, যারা থাকলে তিনি দায়িত্ব পালন করবেন না। বিদ্রোহী ফুটবলারদের তিনি ‘সহানুভূতি কার্ড’ খেলার অভিযোগ করেন এবং বলেন, ‘এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’

এখন দেখার বিষয়, বাফুফে কী সিদ্ধান্ত নেয় এবং নারী ফুটবল দলের ভবিষ্যৎ কোন পথে এগোয়। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়