শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হয় তারা থাকবে, না হয় আমি: নারী ফুটবলার কোচ পিটার বাটলার 

নারী ফুটবল দলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর জবাবে বাটলারও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু খেলোয়াড় দলে থাকলে তিনি কোচিং করাবেন না।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সামনে বাটলার বলেন, ‘কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

উল্লেখ্য, বিদ্রোহী ১৮ জন ফুটবলারের মধ্যে ১৬ জনই সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগের বিষয়ে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস, বিশেষ কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।’

কোচ আরও জানান, তিনি কিছু নির্দিষ্ট ফুটবলারের নাম বাফুফের কাছে দিয়েছেন, যারা থাকলে তিনি দায়িত্ব পালন করবেন না। বিদ্রোহী ফুটবলারদের তিনি ‘সহানুভূতি কার্ড’ খেলার অভিযোগ করেন এবং বলেন, ‘এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’

এখন দেখার বিষয়, বাফুফে কী সিদ্ধান্ত নেয় এবং নারী ফুটবল দলের ভবিষ্যৎ কোন পথে এগোয়। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়