শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হকি মাঠের দুই খেলোয়াড় জীবনের নতুন অধ্যায়ে জড়ালেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেই (বিকেএসপি) শুক্রবার (১০ জানুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় হকি দলের অন্যতম খেলোয়াড় সোহানুর রহমান সবুজ। তিনি গাঁটছড়া বেঁধেছেন আরেক হকি খেলোয়াড় তাসনিম আক্তার মিমের সঙ্গে।

সোহানুর রহমান সবুজ ও তাসনিম আক্তার মিমের বিয়ের অনুষ্ঠান বিকেএসপিতে আয়োজন করা হয়। বর-কনে দুজনই হকি খেলোয়াড় হওয়ায় এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হকি অঙ্গনের এক মিলনমেলা। ঢাকার শীতের দিনে হকি পরিবারের অনেকেই ছুটে আসেন বিকেএসপিতে এই বিশেষ দিনটি উদযাপন করতে। বিয়ের আনুষ্ঠানিকতার পর হকি টার্ফেই বর-কনে বল-স্টিক হাতে পোজ দিয়ে একটি ভিন্ন মাত্রা যোগ করেন।

সোহানুর রহমান সবুজ বাংলাদেশ জাতীয় হকি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মৌসুমে প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। শুধু তাই নয়, লিগের ইতিহাসে সর্বোচ্চ ৪০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তার প্রতিভা ও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ নাম।

তাসনিম আক্তার মিম হকিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ২০১৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ নারী হকি দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। যদিও গত বছরের জুন মাসে এএইচএফ অনূর্ধ্ব-২১ দলে তার নাম ছিল না, তবে তার দক্ষতা ও প্রতিভা সবসময়ই প্রশংসিত।

তিন বছরেরও বেশি সময় ধরে সবুজ ও মিমের সম্পর্ক স্থায়ী ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। সবুজ জানান, তার সংস্থা (বাংলাদেশ বিমানবাহিনী) থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমাদের সংস্থায় ২৪ বছর বয়স এবং চাকরির চার বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে করা যায় না। আমার দুটিই পূর্ণ হওয়ায় অনুমতি মিলে গেছে। 

সবুজ আরও জানান, স্ত্রী মিমের খেলার বিষয়ে তিনি কোনো বাধা দেবেন না। হকির মাধ্যমেই আমাদের পরিচয়। ফলে হকি খেলায় আমার কোনো বাধা নেই। সে যদি খেলতে চায়, খেলবে। 

সত্তরের দশকের শেষদিকে বাংলাদেশে নারী হকির যাত্রা শুরু হলেও দীর্ঘদিন তা স্থগিত ছিল। ২০১৮ সাল থেকে এই খেলা নতুন করে আলোচনায় আসে। সাবেক হকি খেলোয়াড় তারিকউজ্জামান নান্নুর উদ্যোগে এবং ফেডারেশনের সহায়তায় নারী হকির উন্নয়নে কাজ শুরু হয়। এই প্রচেষ্টার মধ্যে অনেক নারী খেলোয়াড় হকির মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।

সবুজ ও মিমের এই বিশেষ দিনটি শুধু তাদের ব্যক্তিগত জীবনের নয়, হকি অঙ্গনের জন্যও একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। নতুন জীবনের জন্য তাদের অনেক শুভকামনা। সূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়