শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১১:১১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি চেয়ারম্যান, আমরা ভারত যাব, তারা আসবে না তা হবে না

স্পোর্টস ডেস্ক: প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে বেশ কয়েকমাস ধরে ভেন্যু সংস্কার করে নিজেদের প্রস্তুতি সেরে রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজকরা এমন তোড়জোড় করলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল সবসময়ই।

কদিন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে আইসিসিকে সাফ জানিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট খেলতে রোহিতদের পাকিস্তানে পাঠাবে না ভারত সরকার। পুরো টুর্নামেন্ট অন্যথায় সরিয়ে নিলে কিংবা হাইব্রিড মডেলে আয়োজন করলেই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ভারত। তবে আয়োজক হিসেবে পুরো টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর পিসিবি। এমন অবস্থায় বিপাকে পড়তে হয়েছে আইসিসিকে।

কেউ নিজেদের অবস্থান থেকে সরে না আসায় আনুষ্ঠানিক ট্রফি ট্যুর শুরু হলেও এখন পর্যন্ত সূচি প্রকাশ করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভা ডেকেছে আইসিসি। ২৯ নভেম্বর ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ হবে টুর্নামেন্টের ভাগ্য। আইসিসির টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে গেলেও তারা না আসায় কঠোর অবস্থানে যাচ্ছে পিসিবি। মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তান ভারতে যাবে আর তারা আসবে না তা হবে না।

পিসিবির চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, আমরা আমাদের অবস্থান নিয়ে একেবারে স্পষ্ট। আমরা ভারতে গিয়ে খেলব এবং তারা এখানে (পাকিস্তানের মাঠে) এসে খেলবে না, এটা হবে না। যা হবে সব সমতার ভিত্তিতে হবে। আমরা আইসিসিকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কী হবে, সেটা আপনাদের জানাচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেটাই করব। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার দলও তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে।

নিরাপত্তাহীনতার কথা হলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি পিসিবি। সমস্যা নিয়ে লিখিত অভিযোগ না দিলে হাইব্রিড মডেল নিয়ে আলোচনা করতে রাজী নয় তারা। নাকভি বলেন, তাদের যদি আসলেই কোন অভিযোগ থাকে তাহলে আমাদেরকে লিখিত দিতে হবে। এ ছাড়া হাইব্রিড মডেলের আলোচনার কোন সুযোগ নেই। আমরা এমন কোন দাবি মেনে নিতে রাজী না।

কয়েকমাস আগে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের জায়গায় আইসিসির পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। অন্যান্য বোর্ডের কেউ মনোনয়ন না কেনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। আইসিসির সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে ডিসেম্বরে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। নাকভি মনে করেন, দায়িত্ব নেয়ার পর আইসিসির লাভের কথা ভাববেন জয় শাহ।

পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ‘সে (জয় শাহ) ডিসেম্বরে দায়িত্ব নেবে। আমি নিশ্চিত সে বিসিসিআই থেকে আইসিসিতে যাবে। সে আইসিসির লাভের কথা ভাববে। এটাই তার করা উচিত। কেউ যখন এমন দায়িত্বে যায় তখন তার শুধুমাত্র প্রতিষ্ঠানের লাভের কথা ভাবা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়