শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিশাদের পর এনামুল হক বিজয় জিম্বাবুয়ের টি-টেন লিগে দল পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রিশাদ হোসেন আগেই দল পেয়েছিলেন জিম্বাবুয়েতে হতে যাওয়া জিম আফ্রো টি-টেন লিগে। এবার চলতি মৌসুমে দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন এনামুল হক বিজয়।
রোববার দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে উইকেটরক্ষক এই ব্যাটারকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জ্যাগুয়ারস।

এই দলের আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।
এর আগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নেয় হারারে বোল্টস। তিনি ছিলেন বিদেশি খেলোয়াড়দের ‘বি’ ক্যাটাগরিতে। এই লেগস্পিন অলরাউন্ডারের দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন নিউ জিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।

অন্যদিকে ড্রাফটে বিজয়কে বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নেয় বুলাওয়ে। এই দলে ওয়ার্নার ছাড়াও এই টপ অর্ডার ব্যাটার সঙ্গী হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েইট ও শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়াকে। ছয় দলের জিম আফ্রো টি-টেন লিগের এবারের আসর শুরু হবে ২১ সেপ্টেম্বর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

এর আগে টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তবে এবারের আসর চলাকালে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা এবং টি-টুয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়