শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির মতো ট্রফি পাশে রেখে ঘুমালেন টাইগার অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর সোনালি ট্রফিকে পাশে নিয়ে লিওনেল মেসির ঘুমানোর পোজ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর থেকেই বড় কোনো শিরোপা জয়ের পর বিভিন্ন খেলোয়াড়রা আর্জেন্টাইন মহাতারকার অনুকরণ করে ছবি তুলেছিলেন। এবার এই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের আগে এই ফরম্যাটে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১২ ম্যাচের মধ্যে হেরেছিল ১১টিতেই। কিন্তু শান্তর নেতৃত্বে সেই পরিসংখ্যান পাল্টে দিয়েছে টাইগাররা। কেবল একটি ম্যাচ জিতেই থেমে থাকেনি, সিরিজের দুটি টেস্ট জিতে স্বাগতিকদের করেছে হোয়াইটওয়াশও। ফলে টেস্ট সিরিজের এই ট্রফিটিই যে বাংলাদেশ দলের কাছে বিশেষ কিছু তা আর বলার অপেক্ষা রাখে না। - অলআউট স্পোর্টস

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে অধিনায়ক শান্তর অফিশিয়াল ফেইসবুক পেইজের পোস্টেও দেখা মেলে সেই চিত্রের। শুভ সকাল ক্যাপশনের পোস্টের ছবিতে দেখা যায়, সাদা বিছানার ওপর সিরিজের সোনালি ট্রফি জড়িয়ে ধরে ঘুমানোর পোজ দিয়েছেন শান্ত। মেসিও ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জেতানোর পরদিন এ রকম ছবি তুলেছিলেন।

কাতার বিশ্বকাপ ফাইনালের পর মেসির সেই পোস্টের পর থেকে ট্রফি নিয়ে ঘুমানোর পোজ দেওয়ার ছবি তোলার ঘটনা আরও আছে। শান্তর আগে এভাবে ছবি তুলেছিলেন বাংলাদেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। গত ২৮ আগস্ট একই ভঙ্গিতে ছবি ফেইসবুকে পোস্ট করেন তিনি।

তারও আগে গত জুনে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে বিছানায় স্ত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
তবে এভাবে ছবি তোলার প্রচলন বেশ আগে থেকে থাকলেও বিছানায় মেসির বিশ্বকাপ ট্রফিসহ ছবি আপলোড করার পর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়