শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৪, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি ও সুয়ারেস খেলেননি, ইন্টার মায়ামির ঘাম ঝড়ানো জয়

স্পোর্টস ডেস্ক: অনেক চড়াই উতরাই পেরিয়ে জয়ের দেখা পেলো ইন্টার মিয়ামি। নিয়মিত দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেসকে বিশ্্রাম দিয়ে দল সাজিয়েছেন কোচ। বাইরে রাখা হয় সার্জিও বুশকেতসকেও। ফলে মাঠে শক্তির ঘাটতিও দেখা যায় তাদের। গোল ডটকম

দলের সেরা তারকারা না খেলায় অনেক কষ্টে  কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে টানা দশ ম্যাচ অপরাজিত জেরার্দো তাতা মার্তিনোর দল। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ২-১ গোলে হারিয়েছে মেসি-সুয়ারেসহীন মায়ামি। ডেভিড বেকহ্যামের দলের জয়ের নায়ক রবার্ট টেলর।  একটি গোল করার পাশাপাশি লিওনার্দো ক্যাম্পানার গোলটির অ্যাসিস্টও করেছেন তিনি।

ভ্যাঙ্কুভারকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে মায়ামি। ১৬ ম্যাচ শেষে জেরার্দো তাতা মার্তিনোর দলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এক পয়েন্ট পেছনে থাকা সিনসিনাটি ম্যাচও খেলেছে মায়ামির চেয়ে একটি কম। আট দিনে তিনটি ম্যাচ খেলতে হবে মায়ামিকে।

এর প্রথমটি ছিল ভ্যাঙ্কুভারের মাঠে। পরের দুটি নিজ মাঠে ৩০ মে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে আর ২ জুন মায়ামির খেলবে সেন্ট লুইসের বিপক্ষে। আট দিনে তিন ম্যাচ থাকায় দীর্ঘ ভ্রমণের জন্য ভ্যাঙ্কুভারের বিপক্ষে সেরা তারকাদের বিশ্রাম দেন মায়ামি কোচ তাতা মার্তিনো।

মেসি-সুয়ারেসকে ছাড়াও ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ৩৮ মিনিটে টেলর এগিয়ে দেন মায়ামিকে।

গত মার্চের পর এটা তার প্রথম গোল। সবমিলিয়ে মৌসুমে তৃতীয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাম্পানা। ৭২ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে রায়ান স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ দিলেও মায়ামির জয় আটকাতে পারেনি ভ্যাঙ্কুভার। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়