শিরোনাম
◈ জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন  লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ নিয়ামক: প্রধানমন্ত্রী  ◈ ৪৩ বছরের গাড়ি রাস্তায় কিভাবে চলে বিআরটিএ কর্মকর্তাদের কাছে চাইলেন ওবায়দুল কাদের ◈ ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা দুবাইয়ের ◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইকেট শিকারে শীর্ষে থাকলেও পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের সেরা বোলারের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ। অন্যদিকে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য রয়েছে অরেঞ্জ ক্যাপ। চলতি আসরের শুরুতে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে একাধিকবার এই পার্পল ক্যাপ নিয়ে মাঠ মাতাতে দেখা যায়। এবার তিন ম্যাচ পর উইকেট শিকারে শীর্ষে অবস্থান করলেও এই টুপি পাচ্ছেন না কাটার মাস্টার।

রোববার (২৮ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুই উইকেট শিকারের দিনে ফের শীর্ষ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠেছেন দ্য ফিজ। এ দিন ইনিংসের ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নেন এই লাল-সবুজের প্রতিনিধি। এতে ৮ ম্যাচে ১৪ উইকেট শিকার করে যৌথভাবে তালিকার শীর্ষে উঠেছেন মোস্তাফিজ।

শীর্ষে উঠলেও হারানো পার্পল ক্যাপটা ফিরে পাননি তিনি। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর কাছেই থাকছে পার্পল ক্যাপটি। উইকেট প্রতি রান খরচা বিবেচনায় এটার মালিক বুমরাহ।

উইকেট প্রতি রান খরচা বিবেচনায় বেশ খরুচে মোস্তাফিজ। প্রতিটি উইকেট নিতে ২১.১৪ রান দিয়েছেন তিনি। অপরদিকে কম খরুচে বুমরাহ। ১৭.৭ গড়ে রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন ভারতীয় এই ডানহাতি পেসার।

১৪ উইকেট নিয়ে এই তালিকায় পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলও আছেন। তবে রান দেওয়ায় ফিজকে ছাড়িয়ে গেছেন তিনি। প্রতিটি উইকেট নিতে ২৩.৩৮ গড়ে রান দিয়েছেন তিনি। এ ছাড়া ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করে পার্পল ক্যাপের দৌড়ে মাথিশা পাথিরানাও টিকে আছেন। সূত্র: আরটিভি

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়