শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:২৩ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সুষ্ঠু না হলে ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী: তৃণমূল বিএনপি মহাসচিব

মাসুদ আলম: [২] তৈমুর আলম খন্দকার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে, সেই সংকটের ভুক্তভোগী প্রধানমন্ত্রী হবেন।  

[৩] বৃহস্পতিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৫ আসনের প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল শেষে এমন মন্তব্য করেন তিনি।

[৪] তিনি আরও বলেন, আমরা তৃণমূল বিএনপি থেকে ঢাকা জেলায় যাদের মনোনয়ন দিয়েছি তাদের মনোনয়ন দাখিল করতে এসেছি। ঢাকা-৫ আসনে আমাদের মনোনীত প্রার্থী কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করলাম। আমরা সবগুলো আসনে প্রার্থী চূড়ান্ত করেছি।

[৫] প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তৈমুর বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন এবার নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতা মূলক  ও অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা বুধবারই দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তারা বড় বড় শোডাউন করে মনোনয়ন ফরম দাখিল করছে। একটি আসনে সরকার দলীয় প্রার্থী অস্ত্র প্রদর্শন করে মনোনয়ন ফরম দাখিল করেছেন। সেসব ছবি পত্রিকাগুলোতে প্রকাশ পেয়েছে। এই পত্রপত্রিকার ছবি আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনে  পাঠাব। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন আমি আশা করব তিনি সেই অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হবেন। 

[৬] নারায়ণগঞ্জ-১ এ আপনি নৌকার প্রার্থীকে পরাজিত করতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তিকে আমি শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী হওয়া কোনো বিষয় নয়, বিষয় হলো জনগণ। 

[৭] সরকারের সঙ্গে আপনারা নাকি আসন ভাগাভাগি করেছেন? প্রশ্নের জবাবে তৈমুর বলেন, যারা এ ধরনের কথা বলছে তাদেরকে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হতে বলেন। সম্পাদনা: ইকবাল খান

এমএ/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়