রিয়াদ হাসান: [২] তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
[৩] এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দেয় দলটি।
[৪] শমসের মুবিন চৌধুরী বলেন, আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একইসঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সূত্র: ঢাকা পোস্ট
[৫] তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর জনগণের যে আস্থা কমে গেছে। আশা করি আগামী নির্বাচনে এমনটা হবে না। নির্বাচন কমিশনের ওপর যে দায়িত্ব তারা যেন সঠিকভাবে, অক্ষরে অক্ষরে তা পালন করে। তৃণমূল বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন।
[৬] নির্বাচন সুষ্ঠু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৃনমূল বিএনপির চেয়ারপারসন বলেন, আমরা ইসির ডাকা সংলাপে অংশ নিয়ে বস্তুনিষ্ঠ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি। তারা নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন
[৭] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী প্রমুখ। সম্পাদনা: ইকবাল খান
আরএইচ/আইকে/এনএইচ